নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি ৪ ক্রিকেটার

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে বাংদেশি ক্রিকেটারদের পিছু ছাড়ছে না বিতর্ক। অখেলোয়াড়সুলভ আচরণের আড়াল হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্স। বিশেষ করে দেশি তারকাদের মেজাজ হারানো, মাত্রাতিরিক্ত স্লেজিংয়ে উত্তপ্ত বিপিএল অঙ্গন। শুরুটা করেছিলেন রংপুর রাইডার্স দলনেতা মাশরাফি বিন মুর্তজা ও চিটাগং ভাইকিংস পেসার শুভাশিস রায়। শেষটা কে করবেন? বলা মুশকিল।
এখন পর্যন্ত ছয় বাংলাদেশি ক্রিকেটার ঘুরে এসেছেন বিতর্কিত এই ঘর থেকে। যার মধ্যে ‘সরি’ সাঁকোতে চড়ে পার পেয়েছেন মাশরাফি-শুভাশিস যুগল। বাকি চারজন-ঢাকা ডায়নামাইটসের কাপ্তান সাকিব আল হাসান, সিলেট সিক্সার্সের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান, কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক তামিম ইকবাল এবং একই দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস আছেন ‘নিষিদ্ধ’ তীরে। অর্থাৎ আর একটা ডিমেরিট পয়েন্ট পেলেই এক ম্যাচ নিষিদ্ধ হবে এই চার টাইগার ক্রিকেটার।

ইতোমধ্যে সাকিব-সাব্বির-তামিম-লিটনরা শাস্তি ভোগ করেছেন। ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা প্রত্যেকেরই গুনতে হয়েছে। তবে ভবিষ্যৎ হুঁশিয়ারি হিসেবে নিষেধাজ্ঞার মুখে আছেন এই চার দেশি। চলতি টুর্নামেন্টে সাকিব-সাব্বির-তামিম-লিটন আবারও যদি এমন কোনো ঘটনার জন্ম দেন, সোজা বাঁধা পড়বেন নিষেধাজ্ঞার শেকলে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।