স্টাফ রিপোর্টার ::সাতক্ষীরা জেলা ন্যাপের সাধারণ সম্পাদক, বর্ষীয়ান জননেতা , সবার প্রিয় কাজী সাইদুর রহমান ওরফে কাজী সাঈদ আর নেই। আজ বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহে ——রাজেউন।
কাজী সাঈদ চিরকুমার ছিলেন। সারাটা জীবন তিনি সামজিক আন্দোলন করে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সবার প্রিয় এই মানুষটি সারাটা জীবন সাতক্ষীরার বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে মিশে নেতৃত্ব দিয়ে গেছেন। যেখানেই অনিয়ম. যেখানেই দুর্নীতি সেখানেই কাজী সাঈদ ঝাপিয়ে পড়েছেন। মিছিল,মিটিং, প্রতিবাদ সমাবেশ করতে কখনই পিছপা হননি তিনি।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামে তার বাড়ি হলেও তিনি সাতক্ষীরা জেলা শহরে থাকতেন।
ন্যাপ নেতা কাজী সাইদুর রহমানের মৃত্যুর খবর জানার পর সাতক্ষীরা বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
কাজী সাঈদের মামাতো ভাই সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: সৈয়দ ইফতেখার আলী ভয়েস অব সাতক্ষীরাকে জানান, গত তিন দিন আগে কাজী সাঈদ অসুস্থ্য হয়ে পড়লে তাকে খুলনার গাজী মেডিকেলে ভর্তি করা হয়। বেশ কিছুদিন যাবত তিনি কিডনীরোগে ভূগছিলেন।
তিনি বলেন, তার লাশ সাতক্ষীরায় আনা হচ্ছে । কখন এবং কোথায় তার জানাজার নামাজ হবে এবং দাফন হবে তা এখনও ঠিক করা হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে।