ক্রাইমবার্তা ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ বলছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদে পৌঁছান তখন হামলাকারী মসজিদে এ বিস্ফোরণ ঘটায়। সংবাদ সংস্থা নান এর ভাষ্য, মসজিদটি মুবি শহরের দাজালা এলাকায় অবস্থিত।
এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বোমা বিস্ফোরণে ৫০ জন মারা গেছেন এবং এ ঘটনায় আসলে কতজন আহত হয়েছেন তা নির্ণয়ের চেষ্টা করছি।
এদিকে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সন্দেহ করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামকে। কারণ তারা নিয়মিতই এ অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছিল।
সূত্র : আলজাজিরা