মাশরাফি-গেইলের রংপুর রাইডার্সকে জরিমানা

ক্রাইমবার্তা ডেস্ক রিপোট:  হাইভোল্টেজ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ঢাকা ডায়নামাইনটসকে ৩ রানে পরাজিত করেছে রংপুর রাইডার্স। ম্যাচটিতে স্লো-ওভার রেটের কারণে রংপুরকে জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটি নিশ্চিত করেছে।

মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুরের ছুড়ে দেয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ বলে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার কম বোলিং করায় রংপুরকে জরিমানা করেন ম্যাচ রেফারি সামিউর রহমান।

বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী, কোনো দল স্লো-ওভার রেটের দায়ে অভিযুক্ত হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়রা ম্যাচ ফি’র ১০ শতাংশ এবং অধিনায়ক দ্বিগুণ তথা ২০ শতাংশ জরিমানা গুনবেন।

নিয়ম অনুযায়ী, রংপুর রাইডার্সের খেলোয়াড়দের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে অধিনায়ক মাশরাফি জরিমানা গুনবেন ম্যাচ ফি’র ৪০ শতাংশ।

রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি দোষ স্বীকার করে নিয়েছেন। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।