দাদির ভুলে ছাদ থেকে পড়ে এমপির নাতি নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:ঝিনাইদহের কালীগঞ্জে নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে ইয়াদ নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় নিহতের দাদি মনোয়ারা বেগম গুরুতর আহত হয়েছেন। নিহত শিশু ইয়াদ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ভাতিজা রিংকু বিশ্বাসের ছেলে।শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, দাদির কোলে ছিল শিশু ইয়াদ। ২য় তলায় বারান্দার গ্রিলে ছোট একটি দরজা আছে। কিন্তু দরজাটি লাগানো ছিল না। দাদি খেয়াল না করে ওই দরজায় হেলান দিলে নাতিসহ তিনি নিচে পড়ে যান।
এ সময় দুইজনই আহত হয়। তাদের উদ্ধার করে যশোর কুইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু  ইয়াদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মনোয়ারা বেগমকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শিশু ইয়াদের চাচা সাইমন জানান, শুক্রবার সকালে আমার মা ও ভাতিজা অসাবধানতাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশু ইয়াদকে মৃত ঘোষণা করেন।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।