ক্রাইমবার্তা আন্তজার্তিক রিপোর্ট:মিসরের উত্তর সিনাই উপত্যকার একটি মসজিদে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০০ জন মুসুল্লি নিহত হয়েছেন।এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা এ তথ্য জানিয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ১২৫ জন।
দেশটির সংবাদ মাধ্যম আল আহরামের খবরে বলা হয়, আরিশ শহরের পশ্চিমে বীর আল আবেদ এলাকায় আল রাউদাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মসজিদের মধ্যে ডেটোনেটর দিয়ে বোমার বিস্ফোরণের পর হামলাকারী প্রচণ্ড গুলিবর্ষণ শুরু করে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের খবরে বলা হয়, ৩০টি অ্যাম্বুলেন্স হতাহতদের হাসপাতালে নেয়ার কাজে ব্যবহার করা হচ্ছে।
ঘটনার পর পরই দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরাপত্তা কমিটির সভা আহ্বান করেছেন।
মিসরের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়, এঘটনায় প্রেসিডেন্টের দফতর থেকে ৩দিনের শোক ঘোষণা করা হয়েছে।
তথ্যসূত্র: আল-আহরাম, এএফপি।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …