বেনাপোল প্রতিনিধি:বেনাপোল সীমান্তের গোগা ইউনিয়নের অগ্রভুলাট মাদ্রাসা মাঠে বুধবার সন্ধ্যায় ২১ বিজিবি‘র আয়োজনে মাদক ও চোরাচালান প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি’র দক্ষিণ পশ্চিম ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মোহাম্মদ ওয়াহিদুর রহমান।
এ সময় প্রধান অতিথি বলেন, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিরা দেশ ও জাতির শত্রু। তাদের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে।এ এলাকা দিয়ে সোনা চোরাচালন হয় যেটা আমাদের হুন্ডি ব্যবসাকে উৎসাহিত করে এবং এটা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপ পরিচালক স্থানীয় সরকার যশোরের মাজিদুর রহমান খান, যশোরের অতিঃ পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসন, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন, শার্শা থানার ওসি(তদন্ত) তাসমিম আলম, ২১ বিজিবির সিও লেঃ কর্ণেল তারিকুল হাকিম পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ সহ প্রমুখ। মতবিনিময় সভায় বিজিবি সদস্যরা, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় জনগন উপস্থিত ছিলেন ।