মীর খায়রুল আলম:দেবহাটা থানা পুলিশের অভিযানে ১৫০ বোতল ফেনসিডিল আটক হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দেবহাটা ভূমি এলাকা থেকে উক্ত ১৫০ বোতল ফেনসিডিল আটক করা হয়। দেবহাটা থানার এসআই আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা সদর ভূমি এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তার পার্শ্ববর্তী স্থানে বস্থাভর্তি পরিতক্ত অবস্থায় জব্দ করে। এসময় কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি। তবে গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে, আটকৃত মাদক দ্রব্য স্থানীয় ইউপি সদস্যের। তিনি ভারত থেকে অবৈধ্য পথে মাদকসহ বিভিন্ন প্রকার জিনিষপত্র আনা নেওয়া করেন। ইতোপূর্বে তার নিজ বাড়ি ও ভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক মাদক দ্রব্য আটক হয়। সাম্প্রতিক তার বাড়ি থেকে ডিবি পুলিশ বিপুল পরিমানের এবং কোঁড়া গরু ব্যবসায়ী ভনুর বাড়ি থেকে পাচার কালে ৩৫০ বোতল আটক কের দেবহাটা থানা পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, দেবহাটা সদর ভূমি অফিস এলাকা থেকে জব্দকৃত ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। তবে জব্দকৃত মাদকের মালিকের ব্যবপারে খবর নেওয়া এবং মাদক আইনের মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …