মোঃ রিয়াজুল ইসলাম:নাটোর সংবাদদাতা:নাটোরে সদর উপজেলার দিঘাপতিয়ায় বিএনপির কর্মীসভায় যুবলীগের হামলায় চেয়ার-টেবিল ভাংচুর এবং তিন শতাধিক খাবার প্যাকেট ও পানির বোতল লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বাজার সংলগ্ন সাবেক ইউপি চেয়ারম্যানের আবুল কালাম আযাদ এর বাড়ির চত্বরে আয়োজিত বিএনপির কর্মীসভায় এই হামলা করা হয়েছে। নাটোর জেলা তাঁতি দলের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দুপুরে ওয়ার্ড বিএনপি পূর্ব নির্ধারিত কর্মীসভা শুরুর আগে স্থানীয় যুবলীগ কর্মী মানিকের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন সশস্ত্র অবস্থায় সভাস্থলে ঢুকেই চেয়ার- টেবিল ভাংচুর শুরু করে। এ সময় তারা কর্মীসভায় আসা নেতাকর্মীদের জন্য রাখা দেড় শতাধিক খাবার প্যাকেট এবং দুই শতাধিক পানির বোতল লুট করে নিয়ে যায়। তবে এঘটনায় বিএনপি’র কোন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে যুবলীগ কর্মী মানিকের কাছে জানতে চাইলে তিনি জানান, বিএনপির কোন কর্মী সভায় হামলা হয়েছে সেটা তখনই প্রথম শুনলেন। তিনি এ ধরনের কোন ঘটনা ঘটাননি বলে দাবী করেন। এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ সিকদার মোঃ মশিউর রহমান জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে তার জানা নেই। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম, রুহুল কুদ্দুস তালুকদার দুলু।