৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতি…
তালায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
আকবর হোসেন,তালাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার”-এ অর্ন্তভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সাতক্ষীরার তালায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে জাতীয় সংগীত মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে উক্ত শোভাযাত্রা উপশহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইখতিয়ার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম,তালা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিমেশ কুমার বিশ্বাস, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, শহীদ মক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল,তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মফিজউদ্দীন, ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,স্কুল,কলেজ,মাদ্রসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক,সুশিল সমাজের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কেবিএ কলেজে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অর্ন্তভূক্তির মাধ্যমে বিশ^ প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় দেবহাটার সখিপুর খানবাহাদুর আহছানউল্লা কলেজের আয়োজনে এক আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গনে হতে শুরুতে আনন্দ শোভাযাত্রাটি সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজের আইসিটি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, বাংলা বিভাগের পীযূষ কান্তি মল্লিক, ব্যবসায়ী শিক্ষা বিভাগের বিভাগের শেখ মিজানুর রহমান, আকবর আলী, আজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সুমন প্রমূখ। অনুষ্ঠানটি প্রভাষক আবু তালেবের পরিচালনা অন্যান্যদের মধ্যে শিক্ষক স্বপন কুমার ঘোষ, আব্দুল আজিজ, আলহাজ্জ মনিরুল ইসলাম, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, রনজন কুমার মন্ডল, আব্দুর রহমানসহ সকল বিভাগের শিক্ষকগন, বিভিন্ন পর্যয়ের ছাত্রলীগের নের্তৃবৃন্দ, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ছাত্রীদের মধ্যে কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায়
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শেখ কামরুল ইসলাম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্য’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অর্ন্তভুক্তির মাধ্যমে” বিশ^ প্রামাণ্য ঐতিহ্যের’ র” স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্যভাবে পালনের লক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ শোভাযাত্রা ও ৭ই মার্চের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধার শিক্ষক সামিমা ইসমত আরা, উম্মে হাবিবা, সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান, মো. আবু সাঈদ, মো. রবিউল ইসলাম, মো. হাবিবুল্লাহ, দীপা সিন্ধু তরফদার, বাবলু স্বর্ণকার, মো. সোহাগ হোসেন ও পলাশ কুমার সিংহ প্রমুখ। আলোচনা সভায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আখ্যায়িত করেছে বিশ^। ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া বাঙালী জাতির জন্য বিশাল গৌরবের। রেসকোর্সের জনসমুদ্রে দেওয়া জাতির পিতার এই কালজয়ী ভাষণে ধ্বনিত হয়েছিল বাংলার গণমানুষের প্রাণের দাবি। এ প্রেক্ষাপটে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এক জনসভার ডাক দেন। সেদিনের জনসমুদ্রে তিনি বজ্রকন্ঠে ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা।’ বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষণা। এই ভাষণে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ করেন। আবার সশ¯্র সংগ্রামের দিক-নিদের্শনাও দিয়ে যান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ। এসময় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।