বি.এইচ.মাহিনী : অভয়নগরের ভৈরব উত্তর জনপদের ঐতিহ্যবাহী শংকরপাশা হাইস্কুল মাঠে ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে ‘শংকরপাশা ফুটবল চ্যালেঞ্জ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী দুই দলের মধ্যে ‘বন্ধু মহল’ ৫-১ গোলে ‘মাহমুদ এন্টারপ্রাইজ’কে পরাজিত করে এবং বিজয়ী ট্রপি তুলে নেয়। উক্ত খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রপি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা ও নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র শ্রী রবিন অধিকারী ব্যাচা ও অনুষ্ঠানের সভাপতি স্থানীয় চেয়ারম্যান মোহাম্মাদ আলী মোল্যা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আ’লীগ নেতা হযরত আলী মোল্যা, যুবলীগ নেতা সাইদ আলম বাচ্চু, শেখ ওলিয়ার রহমান, গাজী ইমদাদুল ইসলাম, শেখ নয়ন, রহমত আলী প্রমূখ নেতৃবৃন্দ। উক্ত খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহন করেন বন্ধু মহল একাদমের টুটুল। এছাড়ও উক্ত খেলায় ঢাকা মোহামেডানের রানা বিশেষ ফুটবল দক্ষতা প্রদর্শন করেন। খেলাটি পরিচালনা করেন অভয়নগর তথা খুলনা বিভাগের বিখ্যাত ফিফা রেফারি ইব্রাহিম হোসেন ও তার সহযোগীরা।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …