শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনূর্ধ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শানবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ভা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তার বক্তব্যে বলেন,‘লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধূলা মেধা ও মনের বিকাশ ঘটায়। বাংলাদেশে বর্তমানে ক্রিকেটে প্রসার লাভ করেছে। মেধা ও শ্রম দিয়ে ক্রিকেট খেললে ভাল মানের ক্রিকেটার হওয়া সম্ভব।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু ও ইঞ্জিনিয়ার কবির উদ্দিন আহম্মেদ, বিসিবির কর্মকর্তা জভেদ ইসলাম তাপস।
ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা জেলা দল বনাম নড়াইল জেলা দল। ইয়ং টাইগার্স অনূর্ধ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় নড়াইল জেলা দলকে হারিয়ে সাতক্ষীরা জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতক্ষীরা জেলা দল ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে। জবাবে নড়াইল জেলা দল ৩২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। ফলে সাতক্ষীরা জেলা দল ৯০ রানে জয় লাভ করে। উল্লেখ্য যে, সাতক্ষীরা জেলা ইয়ং টাইগার্স অনূর্ধ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় পর পর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এসময় উপ¯ি’ত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, ইদ্রিস বাবু, কাজী কামরুজ্জামান, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ জয়নুল আবেদীন জসি, কবিরুজ্জামান রুবেল, স.ম সেলিম রেজা, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার ও বিসিবির কোচ মোফাচ্ছিল ইসলাম তপু, সাতক্ষীরা জেলা দলের কোচ ফজলুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রিকেটপ্রেমী দর্শক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও খুলনা বিভাগীয় আম্পায়ারস্ এসোসিয়েশনের সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …