লক্ষীপুর প্রতিনিধি : বিদ্যুতের দাম ও দ্রব্যমুল্য বৃিদ্ধর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে লক্ষীপুর শহর জামায়াত। রবিবার (২৬ নভেম্বর) দুপুর ২ টার দিকে লক্ষীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহর জামায়াত উদ্যোগে এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চকবাজার মসজিদ সামনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সভাপতি শামছুল ইসলাম,শহর সেক্রেটারী আবুল ফারাহ নিশান,শিবির সেক্রেটারী আবু জাফর সহ প্রায় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিদুৎতের মূল্য ও দ্রব্যমূল্য উর্দ্ধগতি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের নেতা কর্মীরা।নেতার আরো বলেন সরকারের নির্দেশনার কারনে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বাড়ানো হয়েছে। অপর দিকে জন দূর্ভোগে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নেতারা অবিলম্বে এ সিদ্ধান থেকে সরে আসতে সরকারের প্রতি আহবান জানান।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …