ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে রোববার রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রোববার সকাল ৯টায় ধানমন্ডি সিটি কলেজের সামনে থেকে বের হয়ে পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান বলেন, আওয়ামী সরকার তাদের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের অর্থের যোগান দিতেই সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করছে।
বিক্ষোভ মিছিল সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল হোসাইন, মহানগরী মজলিসে শুরা সদস্য অধ্যাপক নুর নবী, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, আমিনুর রহমান, মতিউর রহমান, মহিব্বুল্লাহ ফরিদ, মাহবুবুর রহমান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পূর্ব সভাপতি সোহেল রানা মিঠু, ঢাকা কলেজ সভাপতি মেহেদি হাসান সানি, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মু. মাসুম তারিক, জামায়াত নেতা মুতাসিম বিল্লাহ, আব্দুস সাত্তার সুমন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ, সাইয়েদ মু. জুবায়ের প্রমুখ।
Check Also
সাতক্ষীরায় পুত্রবধূর হাতে নির্যাতিত সেই স্কুলশিক্ষক মারা গেছেন
ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা: ছেলে ও পুত্রবধূর হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা …