সাতক্ষীরায় টি.টি.সি’র উদ্যোগে ৩০ দিন মেয়াদী হাউজ কিপিং প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রবি
প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
ক্রাইমবার্তা রিপোর্ট:শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা জেলা হতে গৃহকর্মী পেশায় বিদেশগামী নারী কর্মীদের ৩০ দিন মেয়াদী হাউজ কিপিং প্রথম ব্যাচের প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি) আয়োজনে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি.টি.সি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জীবনের সফলতা আনতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ প্রাপ্ত নারী পুরুষ কখনও বেকারত্বের অভিশাপে ভোগেনা। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার নারীদের উন্নয়নে নানামুখী গ্রহন করেছে। নারীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সুদক্ষ করে গড়ে তুলছে। পুরুষের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি সাতক্ষীরার সহকারী পরিচালক মোস্তফা জামান, কারিগরি প্রশিক্ষণ কোর্সের ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রমুখ। প্রশিক্ষাণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবা খাতুন। সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা হতে ২৭ জনকে প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
Check Also
এমপি জগলুলের ভাই জহিরুল হায়দার বাবু গ্রেফতার
সাতক্ষীরার শ্যামনগর ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম জরুহুল …