ধলেশ্বরীতে ট্রলারডুবি, ২ শ্রমিক নিহত

ক্রাইমবার্তা রিপোর্ট:কেরানীগঞ্জের ধলেশ্বরী নদীতে মাটি বোঝাই ট্রলারডুবির ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার সকালে কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকায় অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে ট্রলারভর্তি করার সময় ভেকুর (মাটি উত্তোলন যন্ত্র) যন্ত্রাংশ ভেঙে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো হানিফ (৪৮) ও আ সামাদ (৩৭)। দুজনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার বালুচর এলাকায়। এ ঘটনার পর ভেকুর চালক ও সহকারী পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে স্থানীয় একটি চক্র ধলেশ্বরী নদীতে ট্রলারের ওপর ভেকু বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্য ট্রলারের মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে।

সোমবার সকাল ৮টার দিকে এভাবে মাটি উত্তোলন করে ট্রলার বোঝাই করার সময় ভেকুর ভারী যন্ত্রাংশ ভেঙে পড়লে মাটির ট্রলারটি নদীতে তলিয়ে যায়।

এ সময় দুই শ্রমিক ডুবে নদীতে নিখোঁজ হন। এর প্রায় দুই ঘণ্টা পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা অভিযোগ, যুবলীগ নেতা মাসুম ও রাশেল মেম্বার এই মাটি কাটার সঙ্গে জড়িত। নদীর মাটি কাটার জন্য তারা ভেকুটি লাগিয়ে ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে রাশেল মেম্বার জানিয়েছেন, তিনি মাটি উত্তোলন করেন না। উত্তোলনকৃত মাটি তিনি কিনে নেন।

এ ব্যাপারে যুবলীগ নেতা মাসুমের বক্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।