আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশ-সাংবাদিকসহ আহত ২১

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২১ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে চান্দিনা উপজেলা পরিষদের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

 এতে উভয় ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন, আওয়ামী লীগ নেতা মনু মিয়া প্রধান, অমল, ছাত্রলীগ নেতা সোহেল, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।

সংঘর্ষের পর ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ডা. প্রাণ গোপাল দত্তের সমর্থকরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সভার প্রস্তুতি নেয়। খবর পেয়ে আলী আশরাফ এমপির সমর্থকরা সেখানে গিয়ে তাদের মারধর করে।

এ সময় উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, সহ-সভাপতি শরীফুল ইসলাম, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, আর এ কলেজ ছাত্রলীগ আহ্বায়ক মো. জামিল, পৌর ছাত্রলীগ নেতা আরমান হোসেন, শ্যামলসহ আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়।

সংঘর্ষ চলাকালে চান্দিনা পূর্ব বাজার আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের চান্দিনা মোহনা মেডিকেল সেন্টার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

চান্দিনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. দুলাল হোসেন ও পৌর যুবলীগ সভাপতি মো. মনির খন্দকার জানান, শনিবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী চান্দিনা উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার নবাবপুরে আনন্দ র‌্যালি বের করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় ওই র‌্যালি বের করা হয়। এ সময় উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন ও যুবলীগ নেতা বাকীর নেতৃত্বে ছাত্রলীগের র‌্যালিতে হামলা চালিয়ে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

ওই হামলার নিন্দা জানিয়ে ডা. প্রাণ গোপাল দত্তের অনুসারী আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সোমবার বিকেলে চান্দিনা পালকি সিনামা হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি চান্দিনা বাজার হয়ে উপজেলা পরিষদ গেইট এলাকায় পৌঁছলে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি গ্রুপের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এতে ২১ জন আহত হয়।

এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ওসি আলী মাহমুদ বলেন, হামলায় পুলিশসহ কয়েক জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।