নাটোর প্রতিনিধি
নিজ ঘরে হেরোইন লুকায়ে রাখার অপরাধে মো.খান জাহান আলী (৫১) নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দিয়েছেন নাটোরের জেলা ও দায়রা জজ মো.রেজাউল করিম। মঙ্গলবার বিকেলে এই দন্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহ জালাল খান ২০১৪ সালের ১১ নভেম্বর সন্ধায় বাগাতিপাড়া উপজেলার চিমনাপুর গ্রামের জমির আলীর ছেলে খান জাহান আলীর ঘরের ভেতরে বাইসাইকেলের সীটের নিচ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় তাকে আটক করে মামলা করা হয়। তদন্ত শেষে উপ-পরিদর্শক শফিকুল ইসলাম আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালত গতকাল রায় ঘোষণা করেন। রায়ে খান জাহান আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার পর আসামীকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …