ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালক ইমান আলি (৫৫) কে হত্যা করে মটর সাইকেল নিয়ে পালিয়ে গেছে দুবৃত্তরা। সোমবার রাতে সাতক্ষীরা সদরের আলিপুর নাথপাড়া বড়পুকুর কান্দায় এ ঘটনাটি ঘটে।নিহত ইমান আলি সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের মৃত ঝিনু সরদারের ছেলে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মারুফ আহমেদ জানান, ইমান আলি ভাড়ায় মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। রাতে কোন এক সময় দুবৃত্তরা তার মটর সাইকেলটি ভাড়া করে। ইমান আলিকে দৃবৃত্তরা কোন নির্জন জায়গায় নিয়ে হত্যা করে তার লাশ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ ভাশতে দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এ সময় তার মাথায় ও শরীরে একাধিক স্থানে কোপের দাগ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
##
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …