যৌতিক-অযৌতিক দাবিতে হুমকির মুখে বড়পুকুরিয়া কয়লা খনি

রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর-দক্ষিণ অংশ সম্প্রসারণের ফিজিবিলিটি স্টাডি কাজ এলাকার কিছু কিছু সংগঠনের যৌতিক-অযৌতিক দাবিতে হুমকির মুখে বন্ধ রয়েছে।

খনির পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের কিছু সংখক লোকজন ও নামধারী সংগঠন, আন্দোলনকে জিয়ে রাখার জন্য সব সময় খনির বিপক্ষে কাজ করে আসছে। যতবার খনি কর্তৃপক্ষ তাদের দাবী পূরণ করছে ততবার নতুন ইস্ ুসৃষ্টি করে তারা সাধারণ লোকজনের কাছে ফায়দা লুটছে এবং খনিকে হুমকির মুখে রাখছে।
সরেজমিনে ঘুরে জানা যায়,সম্প্রসারণের ফিজিবিলিটি স্টাডি কাজের শ্রমিকরা খনির কর্মকর্তাদের কাছ থেকে আশানুরুপ কোন সহযোগীতা না পাওয়া গেলে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে তারা স্থানীয় আন্দোলন ও ঠিকাদারের সমস্যার কথা বলে নিজেদেরকে আড়াল করে রাখে।
খনির পক্ষে-বিপক্ষেরা, কিছুসংখ মুখ চেনা সাংবাদিকের দালালদের ভূড়িভোজের আমন্ত্রন করে হাতে খাম ধরিয়ে দেয়। যেন ত্রি-চক্রের একটি গোলকধাঁধা। ফলে জাতীয় সম্পদ পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর-দক্ষিণ অংশ সম্প্রসারণের ফিজিবিলিটি স্টাডি কাজ হুমকির মুখে।#

মো: রুকুনুজ্জামান

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।