সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস ও মানবাধিকার পক্ষ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত

নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল সাড়ে ৯ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস ও মানবাধিকার পক্ষ উদযাপন উপলক্ষ্যে এক মানববন্ধন ও পথসভা জেলা কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানে কিনোট পেপার উপস্থাপন করেন বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, রাশিদা মির্জা। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চুপড়িয়া মহিলা সংস্থা, হেড, লাইট হাউজ কনসোটিয়াম, অনন্যা মহিলা সমিতিসহ সাতক্ষীরার বিভিন্ন উন্নয়ন সংগঠন। বক্তারা এই দিবসে নারীদের অধিকার বাস্তবায়নসহ সকল বৈষম্য দুরিকরন এবং সকল অধিকার বাস্তবায়নের দাবি জানান।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।