শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহী জেলার গোদাগাড়ীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। পৌর এলাকার সি এন্ড বি মোড়ে ও উপজেলার সোনাদিঘি থেকে মাদ্রাসা মোড় যেতে রায়পুর এলাকায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, চাঁপাই নবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া গ্রামের বাসিন্দা নিয়ামত আলী ও মিনা বেগমের ছেলে মনিরুল ইসলাম (৩৬) এবং গোগ্রাম ইউনিয়নের ধাতমা গ্রামের হযরত আলীর ছেলে শামীম আক্তার (৩৭)।আহত একজন হলেন গোগ্রাম ধাতমা এলাকার ইয়াসিন আলীর ছেলে শাহীন (৩৫) আপরজনের নাম জানা যায়নি একই সময় বুধবার বেলা ১২ টার দিকে দুটি মটর সাইকেলে ওভারটেক করার সময় ধাক্কা লেগে একজন রাস্তায় ও অপরজন রাস্তার ধারে পড়ে যায়। মনিরুল নামে নিহত ব্যাক্তি রাস্তায় পড়ে দাড়াতে গেলে রাজশাহী গামী মালবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান অপর দিকে পদ্মা নদীর পাড় ভিতরপাশ এলাকা থেকে বালু ভর্তি করে রাজশাহী- চাঁপাই মহাসড়কে উঠার সময় মটর সাইকেলে ধাক্কা দিলে শামিম গুরুত্বর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় রাস্তাতে মারা যান। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, খবর পেয়ে একটি লাশ কে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে অন্যটি তার পরিবারের কাছে রয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে সোনাদিঘির ট্রাকটি আটক করা হয়েছে যার নম্বর ঢাকা মেট্রো, ট ১১-০৭০৪,সিএন্ডবির ট্রাক আটক করা সম্ভব হয়নি।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …