রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ মামনুর রশিদ (৩৫) ও সাথী আরা (২৭) নামে দুই জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে শহরের জসিম বাজার এলাকার একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মামুন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রতিষ্ঠিত তেল ব্যবসায়ী। অপর দিকে সাথী আরা পার্বতীপুর শহরের পোড়াভিটার মহিবুল ইসলামের মেয়ে। সে রংপুরের একটি কলেজের শিক্ষার্থী এবং পরস্পর নিকটাত্মীয় বলে জানা গেছে।
পুলিশ সূত্র মতে, সৈয়দপুর শহরের কার্ডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা: তৌফিক ইমামের ওই বাসায় প্রায় দুই বছর আগে স্বামী-স্ত্রীর পরিচয়ে ভাড়া নেয় পেট্রলপাম্প কর্মচারী শিবলী সাদিক। আর এ বাসাতে আজ বেলা সাড়ে ১১টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুবৃত্তরা।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে। মেয়েটির লাশ ঘরের মধ্যে কম্বলে ঢাকা ছিল। আর ছেলেটির লাশ বাড়ির উঠানে পড়ে ছিল।
নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নারীঘটিত কারনে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। #