কুলিয়ায় অবসর প্রাপ্ত শিক্ষকের নিকট থেকে ৪০ হাজার টাকা ছিনতাই

কুলিয়ায় অবসর প্রাপ্ত শিক্ষকের নিকট থেকে ৪০ হাজার টাকা ছিনতাই

    ক্রাইমবার্তা রিপোর্ট:: কুলিয়ায় অবসর প্রাপ্ত শিক্ষকের নিকট থেকে ৪০ হাজার টাকা ছিনতায়ের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার বেলা ১১ টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকার শাখরা রাস্তায় এ ছিনতায়ের ঘটনাটি ঘটে। জানা যায় দক্ষিন কুলিয়া এলাকার অবসর প্রাপ্ত মাষ্টার মো. রওশন আলম তার নিজস্ব জমির বিক্রয়ের বাইনা টাকা নিয়ে বাড়ি ফেরার সময়ে কুলিয়ার ত্রাস সৃষ্টিকারী একাধিক মামলার আসামী আব্দুল্লাহ আল মাসুদ ওত পেতে থেকে তার উপরে অতর্কিত হামলা চালিয়ে শ্বাসরুদ্ধ করে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেই। এক পর্যায় সন্ত্রাসী মাসুদ দেশীয় অস্ত্র দিয়ে রওশন আলমকে হত্যার চেষ্টা করে। অসহায় বৃদ্ধের আত্ম চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে  বৃদ্ধকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।তাৎক্ষনিক প্রত্যক্ষদর্শী কুলিয়া এলাকার আব্দুল খালেক ও রাজিবুল্লাহ ছিনতায়ের বিষয় কুলিয়া ইউনিয়ন পরিষদের জানায়। তাৎক্ষনিক এলাকার ৪নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম ও আসাদুল মেম্বারসহ লোকজন ছিনতাই কারী আব্দুল্লাহ আল মাসুদকে কুলিয়া ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে আসে।কিন্তু এলাকার প্রভাবশালী সুদখোর রেজাউলের হুংকারে লোকজন ছিনতাই কারী মাসুদকে ছাড়তে বাধ্য হয়। এদিকে ছিনতাই কারী আব্দুল্লাহ আল মাসুদ ছিনতায়ের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পূর্বে ভাঙ্গা পা ব্যান্ডেজ করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে দুই মেম্বার ও ভূক্তভোগীর নামে মিথ্যা মামলার পায়তারা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূক্তভোগী অবসর প্রাপ্ত শিক্ষক রওশন আলম সাতক্ষীরা একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে ভুক্তভোগী বলেন মামলার প্রস্তুতি চলছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।