সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: সিইসি

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা : সরকার চাইলে কমিশন আগাম নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
সিইসি বলেন, সরকার আগাম নির্বাচনের কথা বললে আমরা করতে পারবো, আমাদের সেই প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন, নির্বাচনের জন্য আমরা ৯০দিন সময় পাব। জাতীয় নির্বাচনের আগে আমরা বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাব। সিইসি আরো বলেন একটা ভালো নির্বাচনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের প্রস্তুতির কথা ইইউকে জানিয়েছি।
ঢাকায় ইইউ নবনিযুক্ত রাষ্ট্রদূত রেনজে টিরিংক সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আমরা সন্তুষ্ট। আশা করি একটা ভালো নির্বাচনের জন্য কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

Check Also

সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।