গাজীপুর সংবাদদাতাঃ
টঙ্গীতে আগামীকাল শনিবার ও রোববার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান টঙ্গী দারুল উলূম মাদরাসার মুহতামিম মুফতি মাসউদুল করীম জানান, ভারতের দেওবন্ধ মাদরাসার দুই জন শীর্ষ আলেম এবং স্বাগতিক বাংলাদেশের কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিসহ সম্মেলনে দেশের প্রায় প্রতিটি বিভাগ থেকে ৫৫ জন শীর্ষ আলেম অংশ নিচ্ছেন। টঙ্গী দারুল উলূম মাদরাসার সমাবর্তন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে টঙ্গী দারুল উলূম মাদরাসার ২০০ জন হাফেজ ও দাওরায়ে হাদীস (স্নাতকোত্তর) পাস ২৫০ জন আলেমকে সনদ প্রদান করা হবে। সম্মেলনে ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, গাজীপুর-১ আসনের এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম.এ মান্নান আমন্ত্রীত অতিথি হিসেবে যোগদানের কথা রয়েছে।