সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহনে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত নির্বাচন

শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরায় কৃষকদের অংশগ্রহনে লবণাক্ত সহিষ্ণু ধানের জাত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদরের খড়িবিলা মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সাতক্ষীরার সহযোগিতায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহ-২ উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশিদুল হক রাজু, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ওয়াসিম, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রঘুজিৎ গুহ প্রমুখ। লবণ সহিষ্ণু ধানের জাত নির্বাচন অনুষ্ঠানে ৩০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করে। উচ্চ ফলনশীল এবং স্বল্প জীবনকাল বিনা ধান-৭ এর সঙ্গে লবণ সহিষ্ণু বিনা ধান-১০ এর তুলনা করে উচ্চ ফলনশীল এক লবণ সহিষ্ণু সরু দানার জাত নির্বাচন করা হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক সহকারী মো. কাজী এনায়েত হোসেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।