সাতক্ষীরায় নবজীবন ব্যাডমিন্টন মাঠের শুভ উদ্ভোধন

প্রেস বিঞ্জপ্তি : সাতক্ষীরায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নবজীবনের উদ্দোগে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে একটি ব্যাডমিন্টন মাঠের শুভ উদ্ভোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে নবজীবন ব্যাডমিন্টন মাঠের শুভ উদ্ভোধন করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শরীর স্বাস্থ্য ও মন ঠিক রাখার জন্য খেলাধুলার কোণ বিকল্প নেই। সুতরাং স্ব-স্ব চাকুরী, দায়িত্ব পালন এমনকি লেখাপড়ার পাশপাশি সকলকে নিয়মিত খেলাধুলা ও ব্যয়াম করতে হবে। তিনি বলেন অলস মস্তিস্ক একজন মানুষ তথা যুবসমাজকে মাদকাসক্ত সহ নানাভাবে বিপথগামী করে। সুতরাং আমাদের সন্তান ও যুবসমাজকে খেলামুখী করতে হবে। এ লক্ষ্য নিয়ে নবজীবনের নিজস্ব অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যায়ে নবজীবনে একটি আধুনিক ও মানসম্মত ব্যাডমিন্টন মাঠ তৈরী করা হয়। তিনি বলেন আমি চাই ভাল লেখাপড়ার সাথে সাথে প্রত্যেক ছাত্র-ছাত্রীকেও ভাল খেলোয়াড় হতে হবে।এ সময় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, বিশিষ্ট আইনজীবি মোফাজ্জেল হোসেন, যুবলীগ নেতা শাহ মোঃ আনারুল ,অহিদুজ্জামান খান,উপাধ্যক্ষ মীর মোঃ ফখরউদ্দীন আলী আহমেদ,মিজানুর রহমান,দেবদাস মাঝি, খালিদ হোসেন, জাকির হোসেন মিন্টু, মাতিনুল হামিদ সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রী প্রমুখ। ।পরবর্তীতে উপস্থিত সকলকে নবজীবনের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।