ক্রাইমবার্তা রিপোর্ট:নাটোরের বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে (৪১) সিলেট থেকে উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে উইলিয়াম রোজারিওকে উদ্ধার করে। তিনি দক্ষিণ সুরমা বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে অন্য কোথাও যাচ্ছিলেন। সিলেট মহানগর
পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া নাটোরের নিখোঁজ ফাদারকে উদ্ধার করার বিষযটি নিশ্চিত করে জানান, তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেল ৪টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে জোনাইল ধর্মপল্লীর উদ্দেশে রওনা দেয়ার পর থেকে ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও নিখোঁজ ছিলেন। পরদিন দুপুরে তার নিখোঁজ হওয়ার সংবাদ থানা পুলিশ ও প্রশাসনকে জানালে তাকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। পাল-পুরোহিত ওয়াল্টার বনপাড়া পৌর শহরের মিশন পাড়া এলাকার মৃত সিলভেস্টার রোজারিও’র পুত্র। একই মহল্লায় প্রায় এক বছর আগে আলোচিত জঙ্গি হামলায় ব্যবসায়ী সুনীল গোমেজ খুন হন।