দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব হতে পারে না- রনজিত রায় এমপি

বাঘুটিয়া ইউনিয়নে ৪ টি সড়ক পাকাকরণের উদ্ভোধন
বি.এইচ.মাহিনী : যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য রনজিত কুমার রায় বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে। অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বহুল প্রত্যাশিত চারটি সড়ক পাকাকরণের কাজ ১ ডিসেম্বর শুক্রবার উদ্ভোধন পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। ভাটপাড়া বাজার হইতে ভাটপাড়া তদন্ত কেন্দ্র, তদন্ত কেন্দ্র হইতে এগার শিব মন্দির, ভাটপাড়া গাজী বাড়ি হইতে নওশেরের বাড়ি এবং পিপিবি স্কুল হইতে ভুগিলহাট ঋষিপাড়া পর্যন্ত চারটি রাস্তা পাকাকরণের উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি আব্দুল গনি, অভয়নগর উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগনেতা বাঘুটিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আকরামুজ্জামান কুদ্দুস, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন, প্রফেসর স্বপন বিশ্বাস, সাবেক সেক্রেটারী প্রশান্ত কুমার হোড়, আ’ লীগ নেতা আমজাদ হোসেন, ইউনিয়ন আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান, যুবলীগ নেতা এম আজিম উদ্দিন। এ সময় তিনি আরো বলেন, এছাড়া কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। কৃষি উপকরনের দাম কৃষকদের ক্রয় ক্ষমতার মধ্যে।ফলে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। বরং বিদেশে রপ্তানি করা হচ্ছে।প্রত্যন্ত অঞ্চলে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এ উন্নয়নের কাজ উদ্ভোদন করা হল। শুধুমাত্র সড়ক পাকাকরণ নয় মসজিদ মন্দির স্কুল মাদরাসা ও কলেজের অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা ফারুক খান, যুবলীগ নেতা আব্দুল লতিফ, বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম শিকদার, ইউপি সদস্য রোজিনা খাতুন, ২ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সাবেক ইউপি সদস্য আশরাফুজ্জামান আজাদ, ইউপি সদস্য হাফিজুর রহমান, বাঘুটিয়া যুবলীগ সেক্রেটারী মুরাদ হোসেন রুবেল, শুভরাড়া ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী মাহমুদ হাসান লিটন, শ্রীধরপুর যুবলীগ সেক্রেটারী কৃষ্ণ পদ বিশ্বাস, বাঘুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আকিজ উদ্দিন, সেক্রেটারী মারুফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী ।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।