নীলফামারীতে বিশ্ব এইডস দিবস পালিত

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধি॥
‘স্বাস্থ্য আমার অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস/২০১৭। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তা মো. মনিরুজ্জামান, জেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, ব্রাক প্রতিনিধি রইছ উদ্দিন প্রমুখ।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নাসিং ইনিষ্টিটিউটের শিক্ষার্থী, এনজিও কর্মী ও সুধি সমাজের প্রতিনিধিরাও আলোচনা সভায় অংশগ্রহন করেন।
সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ বলেন, এইডস এর ভয়াবহতা থেকে প্রত্যেকেই সচেতন হতে হবে। এটি একটি দুরারোগ্য ব্যাধি। তবে সচেতনতাই এর মুল চিকিৎসা।

 

Check Also

হাসপাতালে ভর্তি ১৮ সাতক্ষীরায় ঈদের রাতে মদপান, তিনজনের মৃত্যু

সাতক্ষীরায় ঈদের রাতে বন্ধুরা মিলে মদপানে অসুস্থ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।