বেনাপোলে ২০ সোনার বারসহ দুই ভারতীয় আটক

ক্রাইমবার্তা রিপোর্ট:যশোর প্রতিনিধি: বেনাপোলে দুই কেজি ওজনের ২০টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।আটকরা হলেন- কলকাতার খিদিরপুর এলাকার নূরুল হকের ছেলে নাসিরুল হক ও দিল্লির উত্তমনগর এলাকার মহেন্দ্র বার্মার ছেলে সঞ্জীব বার্মা।বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সাদেক জানান, সোনা পাচারের গোপন খবর ছিল। পরে বেনাপোল কাস্টম চেকপোস্টের সামনে থেকে গতিবিধি সন্দেহজনক হওয়ায় ওই দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে শরীরের নিম্নাংশে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি ওজনের ২০টি সোনার বার পাওয়া গেছে।তিনি জানান, সোনা পাচারের অভিযোগে মামলা দিয়ে আটক দুইজনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Check Also

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।