আ’লীগ নেতার ভাইকে পেটানোর জেরে সংঘর্ষে আহত ৩৭

    ক্রাইমবার্তা রিপোর্ট:ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পেটানোকে কেন্দ্র করে নগরকান্দায় দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়।

 শনিবার সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের সিকদারদের সঙ্গে খাঁনদের ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 নগরকান্দা থানার ওসি এএফএম নাসিমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিকাল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  থানায় কোনো মামলা হয়নি।
 স্থানীয়রা জানান, জমির সীমানা নিয়ে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া গ্রামের হাজি মোহাম্মদ আলী সিকদারদের সঙ্গে গোলাপ খাঁনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় ঝাটুরদিয়া বাজারে হাজি মোহাম্মদ আলী সিকদারের ছেলে ও আওয়ামী লীগ নেতা মিজান সিকদারের ভাই ইমদাদ সিকদারকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। হামলায় গোলাপ খাঁন, আমানত খাঁন, ছিরু খাঁন, আজিজুল খাঁন, মনি খাঁন ও রাসেল খানসহ ১০-১২ জন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
পরে ইমদাদ সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে উভয়পক্ষ ঝাটুরদিয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।