ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরার ভোমরা সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশন নির্বাচন উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। শনিবার সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশন এর ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভোমরা সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন জানান, সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে শনিবার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আগামীকাল থেকে যাথারিতি ভোমরা বন্দরে আগের মত চলবে। নির্বাচনে দুটি প্যানেল ২৫ জন ও স্বতন্ত্র ২জন সহ ২৭জন প্রার্থী অংশগ্রহন করছেন। সকাল থেকে ভোমরা বন্দর এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জানান, সি এন্ড এফ এজেন্টস কর্মচারী এ্যাসোসিয়েশনের নির্বাচন ও মিল্লাদুন্নবী উপলক্ষে আজ শনিবার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রী পারাপার সভাবিক রয়েছে।