সাতক্ষীরায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরায় বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালন
সাতক্ষীরায় ফেস্টুন সহকারে বর্নাঢ্য র‌্যালী,বেলুন উড়িয়ে উদ্বোধন ও আলোচনা সভার মধ্য দিয়ে গত শুক্রবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন। পরে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনএফ এর সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আরার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মোঃ মহিউদ্দিন । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক হারুন-আর রশিদ,ও জেলা পরিষদ সদস্য এ্যাড. শাহনাজ পারভিন মিলি।এসময় নবজীবন স্পনসরশীপের প্রোগ্রাম ম্যানেজার মল্লিক মোস্তফা নাহিদ হাসান,সহকারী প্রোগ্রাম অফিসার ফারুক হোসেন,সালাহউদ্দীন, পিআরও ডিএম কামরুল ইসলাম ও উজ্জল কুমার নাথ সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন । আলোচনা সভাপুর্ব বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ) প্রদত্ত নবজীবন সহ বিভিন্ন সংস্থার কার্যক্রমের বিষয় ভিত্তিক উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল দেশ কল্যান,দারিদ্র বিমোচন,কর্মপরায়ন উদ্ভাস এনজিও ফাউন্ডেশন এর মানস ও মনন। উল্লেখ্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন(বিএনএফ)দেশের ৬৪টি জেলায় ১০৪৪টি এনজিওর মাধ্যমে নারীর দক্ষতা বৃদ্ধি,সক্ষমতা বৃদ্ধি,শিক্ষা,স্বাস্থ্য,স্যনিটেশন,বেকারত্ব দুরীকরনে বিভিন্ন প্রশিক্ষন সহ নানা উন্নয়নমুলক কর্মকান্ডে সহায়তা করেে থাকে।

Check Also

সাতক্ষীরার বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের উদ্বোধন

সাতক্ষীরার আমতলা মোড় সংলগ্ন বুনিয়াদ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।