সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের জরুরী মিটিং#দুইদিন ব্যাপী নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

শেখ কামরুল ইসলাম:
সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের উদ্যোগে এক জরুরী মিটিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওঃ জুলফিকার আলীর সভাপতিত্বে সাতক্ষীরা আহছানিয়া মিশনে এ মিটিং অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা হাফেজ পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ মাও: শাহাদাত হোসেন, হাফেজ মাও: আব্দুল হাকিম, হাফেজ আমিনুর রহমান, হাফেজ কোহিনুর ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া, হাফেজ আবুল বাশার, হাফেজ নুর মোহাম্মদ, হাফেজ শহিদুল-২, হাফেজ মাহবুব প্রমূখ। হাফেজ পরিষদের আহবায়ক কমিটি গঠন ও সংগঠনকে আরো গতিশীল করার বিভিন্ন সিন্ধান্ত মিটিং এ গৃহিত হয় ।

————————–0————————–

দুইদিন ব্যাপী “নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত
শেখ কামরুল ইসলাম:
ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের দুইদিন ব্যাপী নেতৃত্ব ও সাংগঠনিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বিকালে সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে কমিউনিটি ডেভেলপন্ট অর্গানাইজেশন (সিডিও) এর সদস্যদের নিয়ে ২দিন ব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি। প্রশিক্ষণে পৌরসভার ১০টি বাড়ির মোট ৩০জন সদস্য অংশ গ্রহন করেন। প্রশিক্ষক হিসাবে আছেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষক ইউসুফ আলী। এ প্রশিক্ষণ ৩ ডিসেম্বর ২০১৭ হতে ৪ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রশিক্ষণ চলবে। পৌর মেয়র তার উদ্বোধনী বক্তব্যে বলেন, শহরের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম কাজ করে যাচ্ছে। তাই আমরা সাতক্ষীরা বাসী তাদের সার্বিক সহায়তা করবো। এছাড়া তিনি সিডিও সদস্যদের নিষ্টারসাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিজিওনাল কো-অর্ডিনেটর আবু মোজাফ্ফার মাহমুদ, ফিল্ড কো-অর্ডিনেটর শুধাংশু কুমার সরকার প্রমুখ।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।