নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। “প্রতিবন্ধী সমাজের বোঝা নয়, ঋণ পেলে তারাও স্বাবলম্বী হয়” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রেলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ৯ টা সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে এক বর্নাঢ্য রেলি আরম্ভ হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়। রেলিতে নেতৃত্ব প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানের সঞ্চালনায় রেলি পরবর্তী এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আছাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক পবিত্র দাস।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহা সচিব শেখ আবুল কালাম আজাদ, সুইডেন খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম রফিক, ঋশিল্পির স্বাস্থ্য বিভাগের কর্মসুচি ব্যবস্থাপক মেহেদী হাসান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট এসএম হাবিবুর রহমান,
সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উন্নয়ন সংগঠন বরসা, ঋশিল্পি, ওয়ার্ল্ড ভিশন, ডিআরআরএ, সুইডেন খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, সাতক্ষীরা প্রতিবন্ধী পূর্নবাসন উন্নয়ন ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘ, এনজেড ফাউন্ডেশনের, সুশীলন, উত্তরণ, সাস, ক্রিসেন্ট, নবজীবন, স্বদেশ, বাংলাদেশ মহিলা সমিতিসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের ৩ শতাধিক বিভিন্ন ধরনের প্রতিবন্ধক ব্যাক্তি ও উন্নয়ন কর্মী।