ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম দুই নারী পাইলটকে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে। আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদের শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার খবরটি জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুতফির যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর পেশাগত দক্ষতা ও চ্যালেঞ্জ বিবেচনায় ও প্রয়োজনীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই তারা শান্তিরক্ষা মিশনের জন্য নির্বাচিত হয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই নারী পাইলট ৬৫ ঘণ্টার বুনিয়াদী হেলিকপ্টার ট্রেনিং সম্পন্ন করার পর বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন স্কোয়াড্রনে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৩ সালের ৫ জুন যশোরে জন্ম নেওয়া ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না বিএএফ শাহীন কলেজে পড়ালেখা করেছেন। ২০১২ সালের ১ ডিসেম্বর তিনি কমিশনপ্রাপ্ত হন। আর ফ্লাইট লেফটেন্যান্ট নাইমার জন্ম ১৯৯০ সালের ২০ এপ্রিল ঢাকায়। হলি ক্রস কলের সাবেক এই ছাত্রী ২০১১ সালের ১ ডিসেম্বর কমিশনপ্রাপ্ত হন।