বেনাপোল সীমান্তে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিল উদ্ধার। 

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল পোট থানার রঘুনাথপুর সীমান্ত এলাকায় সোমবার ধসকালে  অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।
বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি মাদক ব্যবসায়ীরা বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশ সীমান্তের সাদীপুর মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্য হাবিলদার আব্দুল মামুন সংগীয় ফোর্স নিয়ে সাদিপুর মাঠে অভিযান চালায়। এ সময় মাদক চোরাচালানীরা তাদের কাছে থাকা গাঁজা ও ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মামুন ২৮ কেজি গাঁজা ও ১১৪০ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।উদ্ধারকৃত গাঁজা ও ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।