ষ্টাফ রিপোর্টার :সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা জনাব মুশতাক আহমেদ এবং সাতক্ষীরা পৌরসভার অধীন ৭নং কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মনিরা খাতুন এর বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহনের মাধ্যমে দপ্তরি-কাম-প্রহরী পদে লোক নিয়োগসহ বিভিন্ন অনিয়োমের অভিযোগে উঠেেেছ । গত ১৫ মার্চ ২০১৭ তারিখে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাসুদ হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মনিরা খাতুন এর বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহনের অভিযোগ দপ্তরি-কাম-প্রহরী পদে লোক নিয়োগসহ বিভিন্ন অনিয়োমের অভিযোগে করেন । তার প্রেক্ষিতে সোমবার সকালে সহকারী পরিচালক (প্রশিক্ষক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা জনাব মোঃ আব্দুল ওয়াহাব তদন্তে আসেন এবং স্কুলের কার্যক্রম পরিদর্শন করেন।এসময় উপিস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সহকারী (এডিপিও) মোঃ মহিউদ্দিন,সদর উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা।
পরবর্তিতে সদর উপজেলা শিক্ষা অফিসে সহকারী পরিচালক (প্রশিক্ষক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা জনাব মোঃ আব্দুল ওয়াহাব অভিযোগকারী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাসুদ হোসেন এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব মনিরা খাতুন এর কাছ থেকে জবানবন্দি বক্তব্য গ্রহন করেন। সহকারী পরিচালক (প্রশিক্ষক) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা জনাব মোঃ আব্দুল ওয়াহাব জানান অভিযোগের প্রমান পেলে ব্যবস্থা নেয়া হবে।