মাশরাফি-সাকিবদের দায়িত্ব নিতে আসছেন পাইবাস

ক্রাইমবার্তা রিপোর্ট:মাশরাফি-সাকিবদের জন্য নতুন কোচের খোঁজ চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় বুধবার চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন রিচার্ড পাইবাস।

মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকার পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র।
এর আগে ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট লর স্থলাভিষিক্ত হয়েছিলেন পাইবাস। তবে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচের সেই কোচিং সময়টি ছিল তিক্ততায় ভরা। সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায় শেষে ফিরে গিয়েছিলেন তিনি।

বিসিবির সঙ্গে বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্ত, অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেয়ার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হয় পাইবাসের।

এদিকে বিসিবি সূত্র জানিয়েছে, সম্ভাব্য কোচদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সাবেক কোচ ফিল সিমন্স এবং সাবেক অস্ট্রেলীয় খেলোয়াড়, কোচ ও নির্বাচক জিওফ মার্শও রয়েছেন। পাইবাসের মতো তারাও আসতে পারেন ভাইভা দিতে।

Check Also

ওয়াকফ বিল ভারতের মুসলিম অধিকার হরণে আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত: জামায়াত

ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাস ও বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিমবিরোধী পদক্ষেপে উদ্বেগ প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।