ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আগামী ১৩ ডিসেম্বর হাইকোর্টে হাজির এ বিষয়ে ওই দু’জনকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ওইদিন সাবেক সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। আদেশের পরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।