মীর খায়রুল আলম:দেবহাটায় ট্রালি উল্টে চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে পারুলিয়াআলউদ্দীনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরেমাঝ পারুলিয়া গ্রামের কওছার আলীর পুত্র রবিউল ইসলাম (১৬) বালি বোঝায়ট্রলি নিয়ে ফিরছিল। এসময় উক্ত এলাকা অতিক্রম কালে সড়কটি অতিমাত্রায় বেহালদশা হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রালি উল্টে যায়। এসময় চালক ট্রালির নিচেচাপা পড়ে মারা যায়। পরে লাশটি স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলেবাড়িতে নিয়ে যায়। দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন বিষয়টির সত্যতানিশ্চিত করেছেন। ##
