বি.এইচ.মাহিনী : উপমহাদেশের প্রখ্যাত লোককবি ও মরমি শিল্পী বিজয় সরকারের ৩২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অভয়নগর উপজেলাধীন বাঘুটিয়া ইউনিয়নের শিবনগর গ্রামে গতকাল মঙ্গলবার বিজয় স্মরণসভা ও কবিগান অনুষ্ঠিত হয়েছে। দিন ব্যাপী অনুষ্ঠিত স্মরণসভা ও কবিগানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিজয় সরকারের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. রণজিৎ বিশ্বাস জানান, বিগত ৩২ বছর ধরে এ লোককবি বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী পালন করে আসছি। সকালে গুরুপূজা ও গীতাপাঠ, কবির জীবনী আলোচনা, বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় টেলিভিশন, বেতার ও আঞ্চলিক শিল্পীদের পরিবেশনায় বিজয়গীতি এবং কবি গান অনুষ্ঠিত হয়। কবি গান পরিবেশন করেন বাবু মনি শংকর সরকার ও বাবু সঞ্জায় সরকার। বিজয় সরকারের স্মৃতিবিজড়িত শিবনগর গ্রামে অনুষ্ঠিত এ স্মরণসভা উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াপাড়া কলেজের অবঃ অধ্যাপক গৌর চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালন করবেন কবি কানাই লাল বিশ্বাস।
০৬ ডিসেম্বর ২০১৭,বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতনিধি/আসাবি