রহিম রেজা, ঝালকাঠি থেকে
ঝালকাঠিতে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে পিটিয়ে মাদ্রাসা ছাত্র নূর মোহাম্মদ (১৫) এর হাত ভেঙ্গে দিয়েছে বখাটেরা। আহত পরীক্ষার্থী ঝালকাঠি সদর হাসপাতালে ভর্ত্তি করে। প্রায় তিন বছর পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার জের ধরে বখাটেরা এ ঘটনা ঘটনায়। বুধবার দুপুর দেড় টার দিকে শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নূর মোহাম্মদ কৃষ্ণকাঠি এলাকার আলম খলিফার ছেলে ও কুতুবনগড় আজীজীয়া আলিম মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র। বুধবার বার্ষিক পরীক্ষার আকাইদ ফিকহ বিষয়ের পরিক্ষা দিয়ে বাসায় ফেরার পথে একই এলাকার বখাটে জনি সিকদার, মুন্না হাওলাদার ও তুহিন হাওলাদারসহ ছয় থেকে আট জন মিলে বাঁশে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে নূর মোহাম্মদের বাম হাত ভেঙ্গে যায়। আহত নূর মোহাম্মদ জানায়, একাধিক মাদক মামলায় সাজা ভোগ করা জনি সিকদারের সাথে প্রায় তিন বছর পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় তার। এর জের ধরে এই হামলা চালায়। নূর মোহাম্মদের বাবা আলম খলিফা বলেন,‘ যারা আমার ছেলের উপরে হামলা করেছে আমি তাদের বিচার চাই। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বদরুদ্দোজা মো. জুবায়ের বলেন,‘মাদ্রাসার ছাত্র নূর মোহাম্মদের বাম হাত ভেঙ্গেছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি পরামর্শ দিয়েছি।
০৬ ডিসেম্বর ২০১৭,বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতনিধি/আসাবি