আক্তারুজ্জামানঃক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম শিক্ষার উপর বিশেষ অবদান রাখায় ৭১ মিডিয়া ভিষনের পক্ষ থেকে মাদার তেরেসা সম্মাননা পুরুস্কারে ভূষিত হয়েছেন। গত ২ ডিসেম্বর শনিবার হোটেল সোনার গাঁ হলরুমে সাবেক গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খাঁন এই সম্মাননা পদক তার হাতে তুলে দেন। এসময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু-এমপি, বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম একই বিষয়ের উপর ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ’র পক্ষ থেকে সম্মাননা পুরুস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি নিজামুল হক নাছিম তার হাতে এই সম্মাননা পুরুস্কার তুলেদেন। এসময় বিচারপতি আব্দুস সালাম, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা হারুন-অর-রশিদ, সাবেক তথ্য সচিব সৈয়দ মর্গুব মোরশেদ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয় মালয়েশিয়াতে ২০১৮ সালে এক মাস এবং ২০১৯ সালে এক মাস সরকারি ভাবে প্রশিক্ষণে যাওয়ার সুযোগ করে দেন। সাতক্ষীরা জেলায় সাতজনের মধ্যে অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম এই সুযোগ পান। তালা উপজেলার শুভাষিনী ডিগ্রী কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা কালিন সময় থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে যেমন শিক্ষার মান উন্নয়ন করেছেন তেমনি গোলপাতার ছাউনি থেকে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানটি চারতলা ভবনে রুপান্তরিত করেছেন। এব্যাপারে অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম জানান, আমি শিক্ষার উপর বিশেষ অবদান রেখে পরপর দুইটি পুরুস্কারে ভূষিত হয়ে খুশি হয়েছি। কিন্তু প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগীতা কলেটির সভাপতি জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু করেছেন। আমি তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভাষিনী ডিগ্রী কলেজের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, কলেজের অধ্যক্ষ সম্মাননা পুরুস্কার পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি অত্যন্ত খুশি। শিক্ষার মানউন্নয়নে তার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং কলেজটিকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার কর্মকান্ড প্রশংসনীয়।
০৬ ডিসেম্বর ২০১৭,বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতনিধি/আসাবি