মহানবী হযরত মুহম্মদ (সাঃ) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারী -এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় পবিত্র ঈদ-ই-মিলাদুন নবী (সাঃ) ১৪৩৯ হিজরী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মো. তোজাম্মেল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘মহানবী হযরত মুহম্মদ (সাঃ) ছিলেন বিশ^ মানবতার মুক্তির দিশারী। তাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তায়ালা কোন কিছুই সৃষ্টি করতেন না। তার জীবদ্দশায় রেখে যাওয়া সুন্নত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চললে আমাদের ইহকাল ও পরকালসহ সমাজে কোন অশান্তি থাকবেনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ফিল্ড সুপারভাইজার মো. আসাদুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাটিয়া শাহী মসজিদের খতিব মুফতি মাওলানা হাফিজুর রহমান ও সৈয়দ নাজমুল হক বকুল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার মাস্টার ট্রেইনার মাওলানা মো. আবুল কালাম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মডেল কেয়ারটেকার মাওলানা মাহবুবুর রহমান।

০৭ ডিসেম্বর ২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।