সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ‘সরকার দৈন্যদশায় পড়েনি যে আগাম নির্বাচন দিতে হবে’

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকার এমন কোনো দৈন্যদশায় পড়েনি যে আগাম নির্বাচন দিতে হবে। উন্নয়ন কাজ এগিয়ে নিতে আরও সময় দরকার।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।এতে আগাম নির্বাচনের বিষয়ে প্রশ্ন রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।জবাবে আগাম নির্বাচনের কথা নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে আরও সময় দরকার।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা গেলে উন্নয়ন কাজের কী অবস্থা হয়- তা আপনারা জানেন। আমরা না থাকলে কোনো উন্নয়ন হয় না।
তিনি আরও বলেন, আমরা অবকাঠামো, বিদ্যুৎসহ নানা খাতে উন্নয়ন করেছি। আমি চ্যালেঞ্জ দিতে পারি, এত অল্প সময়ে আমরা যে উন্নয়ন করে দিয়েছি, সেটা কেউ করে দিতে পারে নাই।

উল্লেখ্য, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর সে দেশ সফর করেন। সংবাদ সম্মেলনে এ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

০৭ ডিসেম্বর ২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/বাসস/আসাবি

Check Also

ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ ৪ জন কারাগারে

নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।