ক্রাইমবার্তা রিপোর্ট: আটকের ১৮ ঘণ্টা পরও আদালতে হাজির না করায় শার্শার দুই মেধাবী ছাত্রের পরিবার চরম উদ্বীগ্ন। বৃহষ্পতিবার ভোর রাতে নাভারণ থেকে শাহিদুজ্জামান ও আবু হেকাম নামে দুই ছাত্রকে আটক করে শার্শা থানা পুলিশ। আটককৃতরা হলেন,বুরুজ বাগান গ্রামের ফজর আলীর ছেলে শাহিদুজ্জামান ও গাথিপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আবু হেকাম। শাহিদুজ্জামান সাতক্ষীরা সরকারী কলেজে অর্নাসে অধ্যায়ন করে ও আমিরুল ইসলাম স্থানীয় মাদ্রাসায় পড়া লেখা করে। আজ সকালে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে শার্শা থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে রাষ্ট্র বিরোধী ষড় যন্ত্রের অভীযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশ। মামলার বাদী এসআই হুমায়ুন জানান,আসামীরা নাশকতার উদ্দেশ্যে ষড় যন্ত্র করছিল। এসময় পুলিশ তাদেরকে তাড়া দিলে সকলে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় দুই জনকে আটক করা হয়। আটককৃতদের কাছে রাষ্ট্র দ্রোহী বিভিন্ন পোষ্টার ছিল। তাছাড়া তারা শিবির নেতা বলে পুলিশ জানতে পারে। আটককৃতদের পরিবারের দাবী তারা সকালে ফযরের নামজ পড়তে বের হলে পুলিশ তাদেরকে আটক করে। আটকের ১৮ ঘণ্টা পরও আদালতে হাজির না করায় তারা চরম উদ্বীগ্ন। শার্শা থানা ওসি মশিউর রহমন জানান,রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরিবারের দাবী সন্ধা সাতটা পর্যন্ত তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। যশোর জেলার আবু তালেব জানান, শাহিদুজ্জামান ও আবু হেকাম নামে কাউকে তারা কারাগারে প্রবেশ করায়নি।
Check Also
সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত
মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …