বেশীনগরে জাসদের মিলন মেলা ও সু-নাগরিক সমাবেশে ইনু
রাজাকারের জননীর সাথে কোন আপোষ নয় ॥ নির্বাচন কমিশন চলবে আইনী গতিতে।
জিয়ারুল ইসলামঃ- রাজাকারের জননীর সাথে কোন আপোষ নয়। নির্বাচন কমিশন চলবে তার নিজস্ব গতিতে। নির্বাচনে আসতে হলে রাজাকার, জামায়াত-যুদ্ধরাধীদের সঙ্গ ত্যাগ করতে হবে। মানুষ মেরে, আগুন জ্বালিয়ে, গাড়ী পুড়িয়ে হত্যাকারীদের নির্বাচনে অংশগ্রহন করতে দেওয়া হবে না। তারা সংসদে গেলে আমরা সংসদে যাবো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের একালের সফল তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক(ইনু) এমপি। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো সামনে এগিয়ে নিতে মহাজোটকে শক্তিশালী করতে হবে। তাদেরকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনতে হবে। রাজাকারী অশুভ শক্তিকে ক্ষমতায় আনলে দেশ ধংস্ব হয়ে যাবে। দেশে সন্ত্রাস চালু হয়ে যাবে। শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের বেশীনগর,নওদাকুর্শা ও রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জাসদ আয়োজিত এক মিলন মেলা ও সু-নাগরিক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনজীবী রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর-ইবি) সার্কেল অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসিন, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল্লা, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
মিরপুর ্উপজেলা জাসদের সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আহম্মদ আলীর পরিচালনায় এসময় মিরপুর উপজেলা সমাজসেবা অফিসার আবু রায়হান, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, প্রচার সম্পাদক কারশেদ আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান বাহাদুর শেখ, কুর্শা ইউপি চেয়ারম্যান ওমর আলী, উপজেলা জাসদের দফতর সম্পাদক আফতাপ উদ্দিন, মিরপুর উপজেলা জাসদ ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হক, ছাতিয়ান ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুর রশিদ, তথ্যমন্ত্রীর বিশেষ প্রতিনিধি ও ইউনিয়ন জাসদের সিনিয়ন সহ-সভাপতি, জাসদ নেতা ফজলুল হক জোয়ার্দার, মোহাম¥দ সাইদুর রহমান সাইদার, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বিদ্যুত, সায়েম আলী, রোকনুজ্জামান বিশ্বাস, আব্দুল হান্নান, কুর্শা ইউপি জাসদের সভাপতি জামিরুল ইসলাম,আরব আলী মেম্বার, বোরহান উদ্দিন, উজ্জল হোসেন, জহুরুল ইসলাম, মমিনুল ইসলাম, আশিকুল ইসলাম, দুলাল মেম্বার, শহিবুল ইসলাম, তুফান আলী, রকিব আলী, রশিদ আলী, কিসলু আলীসহ প্রমুখ কর্মকর্তা ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০৮ ডিসেম্বর ২০১৭,শুক্রুবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি